Skip to main content

অপ্সৃশ্যা!

 দু'হাত পকেটে পুরে যখন রাস্তা পার হচ্ছো,

গাড়ির স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে,

তোমার বুড়িয়ে যাওয়া চুলগুলো,

ঠিক আলাদা করতে পারছিলাম!

কপট অভিমানে আনমনে বললাম,

"কতদিন নিজের যত্ন নাওনা!"


কথা দিয়েছিলে,

এক মুঠো জোনাকি ধরে ঘর আলো করে দেবে!

তারপর কয়েকযুগ পেরিয়ে গেলো,

তবুও তোমার জোনাকি ধরা হলোনা!

এই মুহূর্তে চশমার কাঁচ মুছতে গিয়ে,

ভেবে দেখলাম,

সে অপেক্ষায় আছি আমি আজো!


তোমার মনে পড়ে?

সিঁদুরের কৌটো হাতে এসে বলেছিলাম,

"আমার বেনারসি, চুড়ি-ফিতা কিচ্ছু চাইনা,

সিঁদুর পরাবে আর

বুকের মাঝে রাখবে।

মাঝেমাঝে বাস্তবতার কাছে হেরে গেলে,

অল্প করে নাহয় আক্ষেপও করবে।"


তুমি হেসে বলেছিলে,

" বোকা মেয়ে!

শুধু ভালবাসা সস্তা, ওতে সংসার চলে না।

যে তোমাকে রানী করে রাখতে পারবেনা,

তোমাকে ছোঁবার অধিকার তার হবেনা।

তুমি বরং সুখী হও! "


আমি তোমার মুখপানে চেয়ে থেকে,

কি যেনো খুঁজছিলাম দীর্ঘক্ষণ!

চোখের পাতাটা কি কেঁপেছিল?

গালের পেশীগুলো মেকি হাসির আড়ালে কি

হঠাৎ আড়ষ্ট হয়েছিলো?



ট্রাফিকের আড়ালে তুমি অদৃশ্য হয়ে গেলে,

কিন্তু আমি তোমাকে ঠিক দেখেছি,

আর সে মুহূর্তেই বুঝেছি,

তুমি ভালো নেই।

আমাকে ছাড়া তুমি ভালো থাকোনি,

অসম বাস্তবতায়, সামঞ্জস্য সুখের খোঁজে

আমরা কেউ-ই ভালো থাকিনি।


অপ্রাপ্তির প্রজাপতি?

কেনো আরেকটু সাহসী হওনি?

Comments

Popular posts from this blog

Prologue: Conspiracy in Raven Hall

In one quite, peaceful evening, The Grand Marshal  was rejoicing her time in her study hall.  The door of the study hall was slightly open; open enough to have a sneaky glimpse into the inside of the hall. . General Tseraf of Serijah was passing by. He paused one moment by the door and peeked through the entrance. With the shimmering light of the glowing lanterns, he can discern that even though the Grand Marshal is staring at the parchment in her hands, isn't really reading anything at all. Tseraf chuckled thinking,  "heeeh! Even though she is adroit and expressionless when overseeing one the most dangerous part of the Kingdom, I assume occasionally she can be relaxed enough to let her guard down, hmm!" And within those couple of seconds, suddenly he felt that something is off... in her expression.  Something... alarming!  "What is it that I missing!  Regret? Agony? Anger? "  General Tseraf frowned  pondering for a moment . . General Tseraf made a prudent coug

Chapter- 23: HER Name

"My love! aren’t you gonna stay here for some couple of days more!" said a very womanly voice with vinous sweetness!  General Tseraf smiled, reclining over the pile of pillows under his back. A lazy, relaxing day for him which is very unusual.  The Grand Marshal has almost forcibly sent him to vacation as he was almost forgetting that there is something called personal life!  His finger gently stroking the woman beside him.Her soft glowing brownish skin is glowing with the dim light piercing through the heavy curtains. General Tseraf replied with the same lazy smile,  : "Yes my dear, that’s what I am planning. And you will be happy to hear that I still have some more days left for fun!"  : "Then why do you look so gloomy? Aren’t you enjoying my company!" said the woman with a voice pretending to be hurt.  : " Yes! Of course! How can I not enjoy such the company of such an enchanting lady!" he tilted her chin and put a gentle kiss on her lips. The