Skip to main content

অপ্সৃশ্যা!

 দু'হাত পকেটে পুরে যখন রাস্তা পার হচ্ছো,

গাড়ির স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে,

তোমার বুড়িয়ে যাওয়া চুলগুলো,

ঠিক আলাদা করতে পারছিলাম!

কপট অভিমানে আনমনে বললাম,

"কতদিন নিজের যত্ন নাওনা!"


কথা দিয়েছিলে,

এক মুঠো জোনাকি ধরে ঘর আলো করে দেবে!

তারপর কয়েকযুগ পেরিয়ে গেলো,

তবুও তোমার জোনাকি ধরা হলোনা!

এই মুহূর্তে চশমার কাঁচ মুছতে গিয়ে,

ভেবে দেখলাম,

সে অপেক্ষায় আছি আমি আজো!


তোমার মনে পড়ে?

সিঁদুরের কৌটো হাতে এসে বলেছিলাম,

"আমার বেনারসি, চুড়ি-ফিতা কিচ্ছু চাইনা,

সিঁদুর পরাবে আর

বুকের মাঝে রাখবে।

মাঝেমাঝে বাস্তবতার কাছে হেরে গেলে,

অল্প করে নাহয় আক্ষেপও করবে।"


তুমি হেসে বলেছিলে,

" বোকা মেয়ে!

শুধু ভালবাসা সস্তা, ওতে সংসার চলে না।

যে তোমাকে রানী করে রাখতে পারবেনা,

তোমাকে ছোঁবার অধিকার তার হবেনা।

তুমি বরং সুখী হও! "


আমি তোমার মুখপানে চেয়ে থেকে,

কি যেনো খুঁজছিলাম দীর্ঘক্ষণ!

চোখের পাতাটা কি কেঁপেছিল?

গালের পেশীগুলো মেকি হাসির আড়ালে কি

হঠাৎ আড়ষ্ট হয়েছিলো?



ট্রাফিকের আড়ালে তুমি অদৃশ্য হয়ে গেলে,

কিন্তু আমি তোমাকে ঠিক দেখেছি,

আর সে মুহূর্তেই বুঝেছি,

তুমি ভালো নেই।

আমাকে ছাড়া তুমি ভালো থাকোনি,

অসম বাস্তবতায়, সামঞ্জস্য সুখের খোঁজে

আমরা কেউ-ই ভালো থাকিনি।


অপ্রাপ্তির প্রজাপতি?

কেনো আরেকটু সাহসী হওনি?

Comments

Popular posts from this blog

Music of Memories

  There are many songs, musical bands, and singers, which are related to certain memories and every time I listen or remember them, they remind me of those memories and times regardless of how old they are, they are still as vivid. Like, now after a long time, when I was listening to Linkin Park, it reminded me of the tender, precarious memories of my college days (11th&12th grade), plausibly the best memories of my academic life overall. Every song of Linkin Park reminds me of someone or something of those fragmented foregone days. When I was at the age of starting to learn about music appreciation, the world of music was rather very very concise and territorial in my country. I am referring to the time when broadband internet services were not available in our country yet and people would do a good business in just selling DVD, cassettes to music enthusiasts. Certainly, living in the suburbs of the city, in a culture where music is not much of a concern for daily life and not...

চৈত্রে সংক্রান্তি!

শর্টকার্ট বাজার আর চালু রান্নার চিন্তা নিয়ে বাজারে গেলেও, নজরকাড়া সবুজের কচি পুঁইশাকের টসটসে আঁটিটা দেখে পা যেন ওখানেই আটকে গেলো। প্রথম দেখায় প্রেমে পড়ার মতো। নতুন বাসায় আসার পর, কাঁচা বাজারে এখনো পা রাখা হয়নি। অবশেষে সারাদিন ঘুমিয়ে পেটে যখন ছুঁচোর কের্তন শুরু হলো, উঠে চোখেমুখে পানি দিয়ে, ঝিমাতে ঝিমাতে মানিব্যাগ হাতে নিয়ে গেঞ্জিটা গায়ে চাপিয়ে নীচে নামলাম। মাসের শুরু হলেও, মানিব্যাগের অবস্থা শোচনীয়। ভাবতে লাগলাম কি কেনা যায়, যাতে করে এই মাসে ৩/৪ বার রান্না করা যাবে এই এক বাজারেই। ভাবলাম মুরগী/গরুর মাংস নিয়ে নিব, ল্যাঠা চুকে যাবে। কিন্তু খুব সব্জিটব্জি খেতে ইচ্ছে করলো, সারা সপ্তাহ বিফ/চিকেন খেয়ে মুখে অরুচি চলে আসছে রিতীমতো। সারা মাসে ৩/৪ বার রহস্য হচ্ছে প্রতি সপ্তাহে আমি একদিন রাঁধি, দুইদিন খাই। আর সাধারণত দিনে একবেলা খাই। এখন এই একবেলা খাই শুনে আপনার কল্পিত "ডায়েট"এর ধারণাকে প্রশ্রয় দেবেননা। এটা আসলে রান্নার আলসেমির কারণে। সপ্তাহের ৫ দিন আপিসে লাঞ্চ দেয়, সাথে দেয় টুকটাক নাস্তা, আর যত মন চায় তত চা/কফি। রুটিন এমন হয়েছে যে, খাই কেবল যতক্ষন কাজের মাঝে থাকি। বাসায় ফিরে ঘুম, ঘুম থেক...

Fathers of EAST and Father's of WEST

  The other day my dear friend was expressing with a tender heart that the trip he will be going with his daughters will perhaps be the last trip of them together. Because she will be a teen-adult soon and plausibly will go to trips with her friends from then on as the tradition in the west is. Though he said he has made the girls ready possibly capable in everyway, so when time comes for them to depart from the nest, they can fly high and mightily. He has also perhaps been mentally preparing himself for accepting the fact as possibly naturally as inevitable it is; however, still undeniably saddening. I can assume, he has also been attempting to creat as much sweet memories as he can while they are home. I wonder if his efforts to be the best man in their loves will ever comprehended by them. I wonder whether they will be able to perceive what it means to own a father like that. As well, will they ever be able to construe what it takes for him to be a father like that, and that jus...